বিসিবিতে সাকিব

সন্ধ্যায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার খবর মিলেছে। ঘণ্টা দুই পর বিসিবিতে এসেছেন বিষণ্ণ সাকিব আল হাসান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলে সোজা চলে যান বোর্ড কর্তাদের রুমে।

মঙ্গলবার সবধরনের ক্রিকেট থেকে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের নিষেধাজ্ঞার কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

যার মধ্যে এক বছর থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। ২০২০ সালের ২৯ অক্টোবরের পর আইসিসির কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং সন্তোষজনক হলে এক বছর পরই উঠে যাবে সাকিবের নিষেধাজ্ঞা।

টাইগারদের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসুর) না জানানোর অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গের তিনটি অভিযোগ সাকিব স্বীকার করে নেয়ার পর সিদ্ধান্তের কথা জানাল আইসিসি। যেজন্য সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছরের শাস্তির বিধান রয়েছে।

এক বছর পর নিষেধাজ্ঞা যদি ওঠেও, তবুও আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না সাকিবের। এক বছরের পূর্ণ নিষেধাজ্ঞা শেষ হবে ২০২০ সালের ২৯ অক্টোবর। আর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু একই বছরের ১৮ অক্টোবর।

আইসিসি বলছে, আগামী এক বছর সাকিব খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।

তার মধ্যেই বর্তমানে ৩২ বছর ২১৯ দিন বয়সী এ ক্রিকেটারের জীবন নদীতে গড়িয়ে যাবে অনেক জল। বাংলাদেশের জার্সিতে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টুয়েন্টি খেলেছেন সাকিব।

আইসিসিটাইগার ক্রিকেটবিসিবিসাকিব