বিশ্বের অন্যতম বিস্ময় মরুভূমির হাত

মরুভূমির মাঝখানে বিশাল এক কাটা হাত। হাতের ৫টা আঙুল মরুভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ দার্শনিক ভাবনা থেকেই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। চিলির প্রখ্যাত ভাস্কর মারিও ইররাজাবাল ১৯৯২ সালে এটি তৈরি করেন। মহাবিশ্বের কাছে মানুষের ক্ষুদ্রতাকে বোঝাতেই এই হাতটি তৈরি করেন ভাস্কর ইররাজাবাল। চিলির আটাকামা মরুভূমির আন্তোফোগোস্তা থেকে প্যান-আমেরিকান হাইওয়ের পাশেই এই ভাস্কর্যটি অবস্থিত।‘হ্যান্ড অফ দ্য ডেজার্ট’ নামে পরিচিত ভাস্কর্যটি ৩৬ ফুট উঁচু। ভাস্কর্যটিকে দেখলে মনে হতেই পারে, এটি মরুর বালু দ্বারাই তৈরি। কিন্তু আসলে এটি এক সুবিশাল লৌহকাঠামোর উপর নির্মিত। বিশ্বের অন্যতম বিস্ময় এই ভাষ্কর্য দেখতে প্রতিবছর প্রচুর পর্যটক ভিড় জমান।

চিলিচ্যানেল আইচ্যানেল আই অনলাইনহ্যান্ড অফ দ্য ডেজার্ট