বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি

করোনাকালে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার দিনগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই মিরপুরে এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। রোববার বিকেল তিনটায় শুরু সিরিজের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপুটে জয় বাংলাদেশকে রেখেছে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ছিল কিছুটা মন্থর। যেখানে ভালো শুরুর পরও সাবলীল ব্যাটিং করতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশের বোলাররাও ছিলেন দুর্দান্ত। একটি বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার, জয়ের ক্ষেত্রে স্লো-টার্নিং উইকেটই এসব দলের বিপক্ষে আশীর্বাদ।

শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট সহজাতভাবেই এমন। বিশ্বকাপ মাথায় রেখে ওয়ানডে সিরিজে ব্যাটিং সহায়ক উইকেট করার চেষ্টা হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ হতে পারে এটি।

চট্টগ্রামে তিন পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। মিরপুরে এমন নাও হতে পারে, যদি উইকেট স্পিনিং হয়। উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা সেটিও প্রশ্ন। কেননা জয় পাওয়া একাদশ নিয়ে খেলার অভ্যাস বাংলাদেশের বহুদিনের।

বাংলাদেশের সামনে বড় সুযোগ সিরিজ জয়ের। দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতলেই আসবে টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় অর্জন। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে এরআগে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দুটিতে ঘরের মাঠের সুবিধা পুরোপুরি পেয়েছিল বাংলাদেশ। এবারের সিরিজে কন্ডিশনের সহায়তা নিয়ে নয়, বাংলাদেশের জয় এসেছে দাপুটে পারফরম্যান্সেই। এখন দেখার ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সাকিব আল হাসানের দল।

দ্বিতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরপুরশের-ই-বাংলা স্টেডিয়ামসিরিজ জয়