বিশ্বকাপ ‘বিক্রি’: আইসিসিকে প্রমাণ দেবেন শ্রীলঙ্কান মন্ত্রী

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের অনুরোধে ২০১১ বিশ্বকাপের ফাইনালে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি করেছিল দেশটির পুলিশ। একাধিক সাক্ষ্যগ্রহণ ও জিজ্ঞাসাবাদ শেষে কিছু খুঁজে পাওয়া যায়নি বলে তদন্তের সমাপ্তি টেনেছে তারা। তখনই আলুথগামাগে আবারও জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রির’ সমস্ত প্রমাণ তুলে দিতে তিনি প্রস্তুত!

দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ঘণ্টার পর ঘণ্টা সাবেক প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, ওপেনার উপুল থারাঙ্গা ও ২০১১ বিশ্বকাপের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান পুলিশ। এরমধ্যে সাঙ্গাকারাকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের কারণে প্রতিবাদও হয়েছে শ্রীলঙ্কার রাস্তায়।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের সমাপ্তি ঘোষণার পরপরই মুখ খুলেছেন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী আলুথগামাগে, ‘ক্ষমতাবান কিছু মানুষ এই তদন্ত ভেস্তে দিতে অজস্র টাকা ঢেলেছে।’

একইসঙ্গে আইসিসির দুর্নীতি দমন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালকে বিশ্বকাপের দুর্নীতির প্রমাণ তুলে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলুথগামাগে। লঙ্কান রাষ্ট্রপতি গোটাপায়া রাজাপাক্সেকেও অনুরোধ করেছেন নতুন করে তদন্ত চালু করার।

নির্বাচনের আগেভাগে আলুথগামাগের এমন অভিযোগকে প্রচারণী আলোয় থাকার কূটকৌশল বলে সমালোচনা করছে বিরোধী দল। ৫ আগস্টের নির্বাচনের আগে প্রসঙ্গটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরগরম।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট ও ১০ ওভার হাতে রেখেই জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। কুলাসেকারার বলে ছয় হাঁকিয়ে ২৮ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন তিনি।

জয়াবর্ধনেডি সিলভাতদন্তবিশ্বকাপ-২০১১ভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারা