‘বিশ্বকাপ নয়, সাঁতার কাপ’

আইসিসিকে নিয়ে ট্রলের হিড়িক

এবারের বিশ্বকাপ শুরুর পর থেকেই বিতর্কে আইসিসি। যার মূলে বিশ্বকাপের স্বাগতিক দেশ। নিরাপত্তা বা আয়োজনের কমতির জন্য নয়, বরং ইংল্যান্ডের সময় নিয়েই আসলে বিতর্ক।

ইংল্যান্ডে এখন চলছে বর্ষা মৌসুম। প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। ধাক্কা খাচ্ছে বিশ্বকাপ, ব্যাট-বলের লড়াই। মূলপর্ব শুরুর আগে, প্রস্তুতিতেও বেশ কয়েকটা ম্যাচে হানা দেয় বৃষ্টি। মূলমঞ্চে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও একই পরিণতি হয়। মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটিও।

প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর টাইগার-লঙ্কান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বল মাঠে গড়ানো দূরের কথা, টসটাই করা যায়নি। অপেক্ষার সমাপ্তি টানতে ম্যাচের পরিণতি নিয়ে একটি টুইট করে আইসিসি। টুইটে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’

এরপরই শুরু হয় আইসিসিকে নিয়ে ট্রল। বর্ষা মৌসুমে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করায় কেউ কেউ একে বিশ্বকাপ না বলে সাঁতার কাপও বলছেন!

আইসিসির টুইটের নিচে মোহাম্মদ আব্দুল মান্নান মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এত চমৎকার একটি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করায় আইসিসিকে ধন্যবাদ। কি দারুণ টুর্নামেন্ট।’

তার মন্তব্যের নিচে হাসির ইমোজিতে ভরে গেছে এবং সাগর ফরহাদ নামের একজন পাল্টা মন্তব্যে লিখেছেন, ‘এটা বিশ্বকাপ নয়, সাঁতার কাপ’। মন্তব্যের সঙ্গে পানির নিচে ক্রিকেট খেলার একটি ছবিও জুড়ে দেন তিনি।

‘এইরকম একটি জায়গায় বিশ্বকাপ আয়োজনের জন্য আমি ব্যক্তিগতভাবে আইসিসিকে একটা চিঠি লিখতে চেয়েছিলাম।’ মীর সোহেল নামের একজনের হতাশা উঠে এসেছে এভাবেই। তার নিচে আরেকজন লেখেন, ‘সেটা সম্ভব না ব্রাদার।’

আসাদুর রহমান নামের একজন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘এটা ক্রিকেট বিশ্বকাপ, নাকি বৃষ্টি বিশ্বকাপ?’

‘ক্রিকেটের জন্য এমন সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা করায় আইসিসিকে ধন্যবাদ।’ সাগর কাটরা নামের এক ক্রিকেট ভক্তের কথা আরও ধারালো।

আহমদ ক্রিকেটার নামের এক আইডি থেকে লেকা হয়েছে, ‘খেলোয়াড়দের বৃষ্টিতে গোসল করার জন্য একটি দুর্দান্ত সুযোগ করে দেয়ায় আইসিসি আপনাদের ধন্যবাদ।’

‘নৌকা বাইচ আয়োজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ জিতিন কে জনি লিখেছেন এমনই।

আইসিসিকে বাতলে দেয়া বালাজির বুদ্ধি তো আরও মজার, ‘সব ম্যাচ বাতিল করে, ট্রফিটা টুকরো টুকরো করে সবদলের মধ্যে ভাগ করে দেয়া হোক।’ নিচেই একজন শিরোপাজয়ী ঘোষণা করেছেন, ‘বিশ্বকাপ জেতার জন্য বৃষ্টিকে অভিনন্দন।’

রিজওয়ান আহমেদের কথাতেও এসেছে সাঁতার প্রসঙ্গ, ‘ক্রিকেটের পরিবর্তে সেখানে একটা সাঁতার বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে। আর যে দলের অধিনায়ক ১৪ জুলাই পর্যন্ত সাঁতারে বেশি সময় টিকে থাকার ক্ষমতা দেখাতে পারবেন, তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হবেন।’

‘ভয়ানক দেশ, ভয়ঙ্কর আবহাওয়া’ -ক্ষুব্ধ আরেকজন লিখেছেন এমনই। জয়াবর্ধনে নামের একজন বৃষ্টি সংক্রান্ত খবরের শিরোনামই ঠিক করে দিয়েছেন, ‘আমাদের বিশ্বের সেরা নিষ্কাশন ব্যবস্থা আছে: ইসিবি।’

বৃষ্টির কারণের পাশাপাশি আইসিসিকে নিয়ে সমালোচনা হচ্ছে স্টাম্পের বেল ঘিরেও। প্রথম দশ ম্যাচে পাঁচটি এমন ঘটনা ঘটেছে, যেখানে স্টাম্পে বল লাগার পরও বেল পড়েনি এবং ব্যাটসম্যান নটআউট থেকে গেছেন।

আইসিসিবিশ্বকাপ-২০১৯