বিশ্বকাপ এনে দেয়া কোচের সঙ্গে বিসিবির নতুন চুক্তি

বিশ্বমঞ্চে আকবর-ইমন-শরিফুলদের ডানা মেলার পেছনে কোচ নাভিদ নওয়াজের ভূমিকা কম নয়। বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেয়ার নেপথ্য নায়ক তিনি। লঙ্কান কোচের অধীনে দুই বছর কাজ করার পর টাইগার যুবারা পায় বিরাট সাফল্য।

বিশ্বজয়ের রেশ কাটার আগেই শোনা যায় পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচ হিসেবে রাখা হবে নাভিদকে। কাগজে-কলমেও সেটি চূড়ান্ত হয়ে গেছে। এখন থেকে আগামী তিন বছর অনূর্ধ্ব-১৯ দলকে দেখভাল করবেন তিনি।

চুক্তির মেয়াদ বেড়েছে মাঠে যুবাদের নানাভাবে উজ্জীবিত রাখা স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারেরও। ২০২২ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ পর্যন্ত ছোটদের সঙ্গেই কাজ করবেন ইংলিশ ট্রেনার। বিসিবি তাদের চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে শিগগিরই।

নওয়াজ এবং স্টনিয়ার করোনাকালেও চ্যাম্পিয়ন যুবাদের খোঁজ-খবর রাখছেন। অনলাইনে আকবর-রাকিবুল-মুরাদ-অভিষেকদের নিয়ে করছেন সভা। খেলোয়াড়দের ফিট থাকার পরামর্শ দিচ্ছেন।

করোনা-বিরতি শেষ হলেই ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠনে ব্যস্ত হয়ে যাবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। কোচরাও শুরু করে দেবেন কাজ। স্টনিয়ারের চুক্তি আরেকটি বিশ্বকাপ পর্যন্ত আর নাভিদ থাকবেন ২০২৩ সাল পর্যন্ত। অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও গেম ডেভেলপমেন্টের অধীনে আরও কিছু কাজ করবেন তিনি।

আকবরনাভিদ নওয়াজবিশ্বকাপবিসিবিলিড স্পোর্টস