বিল গেটস, ওবামা, এলন মাস্কদের টুইটার হ্যাক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিলিয়নিয়ার এলন মাস্কসহ যুক্তরাষ্ট্রের আরও অনেক বিশিষ্ট জনদের টুইটার হ্যাক হয়েছে।

এটি আপাত দৃষ্টিতে বিটকয়েন স্ক্যামেরই কাজ বলে ধারণা করা হচ্ছে। তারা ছাড়াও আমাজন সিইও জেফ বেজস, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও কেনি ওয়েস্টেরও টুইটার হ্যাক হয়েছে।

বিল গেটসের টুইটারে লেখা হয়েছে, সবাই আমার কাছে প্রতিদান চান। আমাকে ১০০০ ডলার পাঠান। আমি ২০০০ ডলার ফিরিয়ে দিবো।

তবে টুইটার এটিকে সমন্বিত আক্রমণ বলেছে। তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ইন্টারন্যাল সিস্টেম ও টুল ব্যবহার করে।

হ্যাকার সেই নিয়ন্ত্রণ ব্যবহার করেই সবচেয়ে বেশি দেখা যায় এমন অ্যাকাউন্ট ও টুইটে নিয়ন্ত্রণ নিয়েছে। আমরা শিঘ্রই পদক্ষেপ নিচ্ছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদন্ত চলছে। টু্ইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি বলেন, টুইটারে আমাদের কঠিন দিন। এমন কিছু ঘটা খুবই ভয়ঙ্কর।

অন্য যে কোনো ঘটনা থেকে এটি খারাপ বলেই উল্লেখ করেছেন একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

একই রকম প্রস্তাব দিয়ে টুইটার পোস্ট ছড়িয়েছে অ্যাপল, মাইক্রোসফটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও। এছাড়া বিলিয়নিয়ার তারকা কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দেশিয়ানের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। হ্যাক হয়েছে মিডিয়া বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের টুইটারও।

এলন মাস্কজেফ বেজোসটুইটারবারাক ওবামাবিল গেটস