বিভ্রান্তি না ছড়িয়ে আইনিভাবে মোকাবেলা করুন: হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছড়িয়ে আইনিভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অমর ২১শে, বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন: এটা দিবালকের ন্যায় স্পষ্ট খালেদা জিয়ার সাক্ষরেই ট্রাস্টের টাকা উত্তোলন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে না। খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মায়াকান্না করলেও বিশ্ব সম্প্রদায় খালেদা জিয়ার দুর্নীতির জন্য মায়া কান্না দেখায়নি।

তিনি বলেন: খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাশ করে বাংলায় ফেল করেছেন। তিনি উর্দুকে ভালবাসতেন। তাই তিনি উর্দুতে পাশ করেছেন। ভাষা দিবসে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের ভারাক্রান্ত হওয়ার কিছু নেই।

সাবেক এই মন্ত্রী বলেন: আগামী একাদশ নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে দল বড় নাকি দুর্নীতিবাজ দল প্রধান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জোটের উপদেষ্টা সারাহ বেগম কবরীসহ আরও অনেকে।

খালেদা জিয়াড. হাছান মাহমুদদুর্নীতি মামলা