‘বিপিএল এলে আমার মধ্যে আনন্দ কাজ করে’

বিপিএল খেলেই পেয়েছিলেন পরিচিতি। গত আসরে নিজেকে নতুন করে আবিষ্কার করেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে হন দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। চোটের কারণে ছিটকে না গেলে ছাড়িয়ে যেতে পারতেন সাকিব আল হাসানকে (সর্বোচ্চ ২৫ উইকেট)।

টি-টুয়েন্টির টুর্নামেন্টটি এলেই জ্বলে ওঠেন তাসকিন। সাফল্যের পেছনে আছে উপভোগের মন্ত্র। দেশের ঘরোয়া টি-টুয়েন্টি আসরটি এ পেসার যে খুব উপভোগ করেন সেটি স্বীকার করলেন অকপটেই।

‘বিপিএল খুব উপভোগ করি। খুব ভালো লাগে, বাংলাদেশের সেরা টুর্নামেন্ট আর অনেক তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলা হয়, ড্রেসিংরুম শেয়ার করা হয়। অন্যরকম একটা আমেজও থাকে। আমার মধ্যে একটা আনন্দ কাজ করে বিপিএল আসলে। উপভোগ করি অনেক।’

তাসকিন এবার খেলবেন রংপুর রেঞ্জার্সে। আগের আসরে দুর্দান্ত করলেও পরে বছরের বেশি সময় কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। আশার কথা জাতীয় লিগে ফিরে করেছেন দারুণ বোলিং। ৪ ম্যাচে ১৭ উইকেট তাকে দিচ্ছে বিপিএলে আগের ধারাবাহিকতা ধরে রাখার আত্মবিশ্বাস।

তাসকিন আহমেদবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস