বিপিএলে প্রতি দলেই থাকবে দুর্নীতি দমন কর্মকর্তা

বঙ্গবন্ধু বিপিএলে দুর্নীতি রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিসিবি। অংশগ্রহণকারী সাতটি দলের সঙ্গেই জুড়ে দেয়া হচ্ছে একজন করে অ্যান্টি করাপশন অফিসার (এসিও)। যারা সার্বক্ষণিক দলের সাথে থেকে নিশ্চিত করবে দুর্নীতিমুক্ত টুর্নামেন্ট।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘অ্যান্টি করাপশন ইউনিট তো থাকছেই, এবার প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে কর্মকর্তা দিয়ে দিয়েছি। এবার আমরা অনেক বেশি সিরিয়াস।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘আমাদের শুধু অতিরিক্ত কিছু খরচ হবে। কেননা প্রতিটি দলের সঙ্গে যদি অ্যাসাইন করতে হয় তার একটি বেতন আছে, তাকে থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা এই শর্তে সঙ্গে সঙ্গেই রাজি হয়েছি। এটি ওদের(অ্যান্টি করাপশন ইউনিট) থেকেই এসেছে। এমন না যে আমাদের সবকিছু করতে হবে। আমরা বলেছি যতটা সম্ভব সিকিওর করতে চাই। ওরা আমাদেরকে যেভাবে বলেছে, আমরা সেভাবেই এগোচ্ছি।’

বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস