‘বিনোদন জগত যেন তার অভিভাবককে হারিয়ে ফেললো’

ভারতের জনপ্রিয় সংগীত তারকা কেকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। তারকারা শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। সেই সঙ্গে পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন সকলে।

অক্ষয় কুমারের জন্য বহু গান গেয়েছেন কেকে। কেকের প্রয়াণে অক্ষয় লিখেছেন, ‘কেকের এই অকাল প্রয়াণ সত্যিই মেনে নেওয়া যায় না। বলিউড সহ সংগীতজগতে এই শূন্যস্থান কখনও পূরণ করা সম্ভব নয়।’

বিশাল দালদানি লিখেছেন, ‘কেকের প্রয়াণে চোখের জল আটকানো সম্ভব নয়। তার মতো একজন শিল্পীর মৃত্যুকে মেনে নেওয়া খুবই কষ্টের। তার গানের মধ্যে দিয়েই চিরদিন তাকে স্মরণে রাখব।’

করণ জোহর টুইটে লিখেছেন, ‘কেকের মতো একজন মেধাবী শিল্পীর প্রয়াণে সংগীতজগতে নক্ষত্রপতন হল…সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। বিনোদন জগত আজ যেন তার অভিভাবককে হারিয়ে ফেলল।’

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘এত অল্প বয়সে কেকে-এর প্রয়াণ সত্যিই অবিশ্বাস্য। সঙ্গীতজগতের এই ছন্দপতন মেনে নেওয়া যায় না। কেকে-এর পরিবারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল।’

গায়ক হর্ষদীপ কৌর কেকের সঙ্গে অনেকগুলো প্লেব্যাক করেছেন। গায়কের একটি ছবি শেয়ার করে হর্ষদীপ লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না যে আমাদের প্রিয় কেকে আর নেই। এই ঘটনা কিছুতেই সত্য হতে পারে না, যেন ভালোবাসার আওয়াজ চলে গেল। এটা সত্যই হৃদয়বিদারক।’

চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘সম্পূর্ণ হতবাক। গত মাসেই তার সঙ্গে প্রথমবার দেখা হয়ে মনে হয়েছিল যে, যেন আমরা একে অপরকে বছরের পর বছর ধরে চিনি। আমাদের বকবক কিছুতেই থামে না। গুলজার সাহেবের প্রতি তার ভালবাসা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। বিদায়, আমার নতুন বন্ধু, তোমাকে মিস করব, তোমার সঙ্গে সঙ্গীত এবং সিনেমা নিয়ে আরও কথা বাকি রয়ে গেল।’

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘প্রয়াত কেকে, যা অবিশ্বাস্য’!

কেকে’র অকাল প্রয়াণে জনপ্রিয় শিল্পী অনুপম রায় বলেন, ‘কী করে হয়ে গেলো, কিছুই বুঝতে পারছি না। খুবই দুঃখজনক পরিস্থিতি। অবাক লাগছে, যে মানুষটা স্টেজ দাপিয়ে বেড়াতেন। কথা বলার ভাষা নেই’।