বিচারক বদলিকাণ্ডে এখনই মন্তব্য করবে না আওয়ামী লীগ

আইন ও বিচার বিভাগের ভুল বোঝাবুঝি হলে সমাধান তারাই করবে: কাদের

পিরোজপুরের জেলা ও দায়রা জজ বদলির ঘটনায় নানা সমালোচনার মধ্যে দলীয় অবস্থান তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তাই বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণই বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সমাধান তারাই করবে। 

তবে দলীয়ভাবে এ ইস্যুতে এখনই কোনো মন্তব্য করবে না জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আইনের শাসনে এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি।  এ বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করবো না। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তাতে কোনো বিচ্যুতি দেখলে দলীয়ভাবে ব্যবস্থা নেবো।’

বিএনপির সমালোচনা
বিচারক বদলিকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত নয় দাবি করে বিএনপির সমালোচনা করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

তিনি বলেন, ‘বিএনপি ইস্যু খোঁজার চেষ্টা করছে।  এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ ভাবে আইন ও বিচার বিভাগের বিষয়।’

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুরের জেলা দায়রা জজ বদলির ঘটনায় মন্তব্য করতে গিয়ে বলেন, ‘পিরোজপুরের ঘটনা প্রমাণ করে সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে।’

‘আমরা বিব্রত হই না’
বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার অপরাধ কর্মে আলোচনায় আসছে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার নাম। সেই ঘটনা আওয়ামী লীগকে বিব্রত করছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিব্রত হই না, আমরা ব্যবস্থা নেই। অপরাধীরা নজরদারিতে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, শেখ হাসিনা কাউকে ছাড় দেন না; তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা এবিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।’

‘জিয়া মাস্টার মাউন্ড’
‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মাস্টার মাউন্ড হিসেবে ৭৫-এ ভূমিকা রেখেছিলো বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, এখন তার দল বিএনপি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজনে বিরোধীতা করছে।’’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজন নিয়ে বিএনপি বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড, অতীতেও তারা এ অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি।’’

ঢাকা-১০ আসন ও চট্টগ্রাম সিটির জন্য দুই সমন্বয়ক
এ সময় ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আবদুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সমন্বয়ক হিসেবে নাম ঘোষণা করা হয়।

গত মঙ্গলবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে একটি দুর্নীতির মামলায় জামিন না দেওয়া কেন্দ্র করে জেলা জজ মো. আব্দুল মান্নানকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয় আইন ও বিচার মন্ত্রণালায়।

শুধু তাই নয়, তাকে বদলির কয়েকঘণ্টার মধ্যেই  যুগ্মজেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই আউয়াল এবং তার স্ত্রীকে জামিন দেন ভারপ্রাপ্ত বিচারক। এই ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় উঠে।

আইন মন্ত্রণালয়আওয়ামী লীগওবায়দুল কাদেরবিচার বিভাগ