বিএনপির একমাত্র লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি

কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ছাড়া এখন আর কিছু ভাবছে না বিএনপি। নির্বাচনে চরমভাবে ব্যর্থ হওয়ার পর থেকে তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর মুক্তি। যেকোনো উপায়ে তারা ৭৩ বছর বয়স্ক অসুস্থ এই রাজনীতিকের মুক্তি চায়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনে এখন খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো কথা নেই। বিএনপির সভা-সমাবেশ, মানববন্ধন সর্বত্র শুধু একটিই দাবি-খালেদা জিয়ার মুক্তি। এর জন্য দলটি নমনীয়ও হচ্ছে অনেক ক্ষেত্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতিও জানাচ্ছেন অনেক সময় অনেক নেতা। আবার তীব্র প্রতিবাদ ও হুমকি ধমকিও দিচ্ছেন অনেকে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানেরায়াট মামলায় কারাগারে পাঠিয়েছিলো। তারা জানতো, বেগম খালেদা জিয়া থাকলে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। খালেদা জিয়াকে বন্দি করে তারা সন্ত্রাসী নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এখন তো খালেদা জিয়াকে বন্দি রাখার প্রয়োজন নেই। এখন তাকে মুক্তি দিন।

মঈন খান বলেন: ২০১৪ সালে খালেদা জিয়ার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিলো। এই নির্বাচন সেটা প্রমাণ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিক নিশ্চিহ্ন করতে চায়। তাই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

প্রেসক্লাবে অপর এক মানববন্ধনে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন: সকল দলের ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা গণতন্ত্র ও ছাড়া খালেদা জিয়ার মুক্তি আসবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পা‌বেন না । ওনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহ‌লে তি‌নি মু‌ক্তি পা‌বেন।

সংগ্রাম ছাড়া উপায় নাই উল্লেখ ক‌রে‌ তি‌নি ব‌লেছেন, আজ মানুষেরা সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পা‌বে না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানবন্ধন আয়োজন করা হয়।

খালেদা জিয়াজাফরউল্লাহবিএনপিমঈন খান