বায়ার্নের ঘরে টানা অষ্টম শিরোপা

এমন দিনে গোলটা তাকেই মানায়। তিনি তো মৌসুমজুড়ে মাঠের মূল কারিগরদের একজন। সেই রবার্ট লেভানডোভস্কির একমাত্র গোলেই বায়ার্ন মিউনিখ মাতল টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপার উল্লাসে।

টানা অষ্টম লিগ শিরোপা ঘরে তুলতে জার্মান জায়ান্টদের একটিমাত্র জয়ের দরকার ছিল। বায়ার্ন মিউনিখ বুধবার রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে সেটি সেরে ফেলেছে।

ম্যাচের ৪৩ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি স্বাগতিক ব্রেমেনের জাল খুঁজে নেন। বলের যোগানদাতা জেরোমে বোয়াটেং। লিগে লেভানডোভস্কির মৌসুমের ৩১তম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ৪৬ গোল হল তার।

ওই গোলের সময় থেকেই বায়ার্নের উৎসবের শুরু। দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা এলো। বুন্দেসলিগার রেকর্ড ৩০তম শিরোপা জয়।

আগামী মাসের প্রথম সপ্তাহে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপের ফাইনাল জিতলে লেভানডোভস্কিদের ‘ডাবল’ জয়ের খেতাব মিলবে। ‘ডাবল’ পারলে পরে মৌসুমে ‘ট্রেবল’ জয়েরও ভালো সুযোগ থাকবে বায়ার্নের।

চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে তারা, দ্বিতীয় লেগে কোনরকম ড্র করলেই পরের রাউন্ডে পা রাখবে জার্মান জায়ান্টরা।

জার্মান লিগবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টসলেভানডোভস্কি