বাসের ধাক্কায় চুরমার ইজিবাইক, নিহত ৫

শাহাদাত হোসেন তিতু:  ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ইজিবাইকের ৫ জন যাত্রী নিহত হয়েছে।

বুধবার সকালে খুলনা-ঢাকা বিশ্বরোডের ভাঙ্গা বিশ্বরোড মোড় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে ইজিবাইক চালক আবুল (৩৫), তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের সেকেন সেকের পুত্র। পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজউদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়।

ঘটনাস্থলেই ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়। আহত দুই যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার পাশাপাশি বিশ্বরোডে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে রাস্তা সরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতফরিদপুরবাস চাপাভাঙ্গাসড়ক দুর্ঘটনা