বার্সা-অ্যাটলেটিকোতে খুশি খবর

বার্সেলোনা-অ্যাটলেটিকোতে খুশি খবর। কারণ, অনিশ্চয়তার পর চুক্তি বাড়িয়েছেন দুই দলের দুই কোচ আর্নেস্টো ভালভার্দে ও ডিয়েগো সিমিওনে। এক বছর বাড়িয়েছেন কাতালান বস। আর ২০২২ পর্যন্ত অ্যাটলেটিকোতে থাকবেন সিমিওনে।

গত ডিসেম্বরে বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ভালভার্দে। তারপর থেকেই ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ চেষ্টা চালাচ্ছিলেন তাকে ধরে রাখার। অবশেষে সেটাই হল। নতুন চুক্তির ফলে আগামী মৌসুমের পুরোটাই মেসি-সুয়ারেজদের সঙ্গে থাকছেন অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক বস।

লুইস এনরিকে চলে যাওয়ার পর ২০১৭ সালে ভালভার্দেকে নিয়োগ দেয় বার্সা। দুবছরে টানা দুটি লি জিতেছেন তিনি। সঙ্গে কোপা ডেল রেও জিতেছেন।

ভালভার্দের বড় ব্যর্থতা চ্যাম্পিয়ন্স লিগে। গত বছর শেষ আটে এএস রোমার কাছে হেরে বিদায় নেয় বার্সা।

চলতি মৌসুমের এখন পর্যন্ত ভালো অবস্থা আছে বার্সেলোনা। লিগে দ্বিতীয়-স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে। কোপা ডেল রের সেমিফাইনালে উঠেছে দল। শেষ চারের প্রথম লেগে রিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে কাতালানরা। দ্বিতীয় লেগ হবে ২৭ ফেব্রুয়ারি, রিয়ালের মাঠে।

তার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে বার্সা। এখানে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিঁও।

এদিকে, অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২২ পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন সিমিওনে। এর আগে চুক্তি ২০২০’র জুনে শেষ হওয়ার কথা ছিল।

৪৮ বছরের আর্জেন্টাইন কোচ গত আট বছর ধরে অ্যাটলেটিকোতে আছেন। লা লিগায় কোনো ক্লাবে তিনিই সবচেয়ে দীর্ঘ স্থায়ী কোচ। ক্লাবের হয়ে আটটি শিরোপা জিতেছেন সিমিওনে। এর মধ্যে ২০১৩-১৪ মৌসুমে লা লিগাও জেতেন। তাছাড়া ২০১২ ও ২০১৮তে ইউরোপা লিগের শিরোপাও উঠেছে তার হাতে। তবে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও ইউরোপ সেরার পুরস্কার জেতা হয়নি তার। ২০১৪ ও ২০১৬-দুইবার হার মানতে হয় নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

অ্যাটলেটিকোবার্সালা লিগালিড স্পোর্টস