বান্দরবানে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু

বান্দরবানে পৃথক দুটি জায়গায় পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে জেলা সদরের কালাঘাটা এবং লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়ার আগা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

লামায় পাহাড় ধসে নিহতরা হলো সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাইয়ার আগা নামক এলাকার নাঈম উদ্দিনের ছেলে মো: হানিফ (৩০) তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের ৩ বছরের শিশু কন্যা হালিমা আক্তার। আর বান্দরবান সদরের কালা ঘাটায় নিহত নারীর নাম প্রতিমা রাণী দাস (৪৫)। তিনি ওই এলাকার মিলন দাসের স্ত্রী। তার লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, ভারি বর্ষণে মাটির ঘর দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মো: হানিফের ঘরটি ধসে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা পরিবারের তিন সদস্য মাটি চাপা পড়ে।

পাহাড় ধসলিড নিউজ