বাজেট জনকল্যাণে ভূমিকা রাখবে না: রওশন

২০১৫-১৬ অর্থবছরের বাজেট জনকল্যাণে কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ না বাড়ালে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

৪ জুন  প্রস্তাবিত বাজেট দেয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসলে মূল আলোচনায় ছিলো ওই সফর। মোদি চলে যাওয়ার দুই দিন পর জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিরোধীদলীয় নেতা।

রওশন বলেন, এদেশে এখনো ৪ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে।বাজেটে তাদের কর্মসংস্থানের জন্য কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি। এবারের বাজেটের কিছু কিছু দিক ভালো থাকলেও কিছু কিছু বিষয়ে মানুষ হতাশ হয়েছে। উন্নয়নের জন্য সার্বিক সাহায্যের কথা থাকলেও এইবারের বাজেট জনকল্যাণে কোনো ভূমিকা রাখবে না বলে মনে করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রবৃদ্ধি অর্জন আর বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করার সম্ভব। কিন্তু আদৌ দেশে কোনো বিনিয়োগ হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে বেসরকারি খাতে বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবেনা। অনেক প্রকল্প শুরু হলেও তা সময়ের মধ্যে কখনোই শেষ হয়না।

রওশন এরশাদ আরো বলেন, সংসদেও বাজেট নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে জাতীয় পার্টি।

বাজেট ২০১৫-১৬