বাজার থেকে আর বাড়ি ফিরতে পারলেন না ইউপি সদস্য বকুল

সিরাজগঞ্জ সদর উপজলোয় বকুল হায়দার বকুল নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়ীয়ার দত্তবাড়ী ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বকুল হায়দার উপজলোর বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের মৃত হযরত আলী মুন্সীর ছেলে। তিনি ইউপি সদস্য ও একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাগবাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বকুল হায়দার রফিকুল ইসলাম নামে একজনের সাথে মোটর সাইকেলযোগে পিপুলবাড়ীয়া বাজার থেকে বাড়ীর দিকে যাচ্ছিলেন। তারা দত্তবাড়ী ব্রীজের কাছে পৌছলে সাইড থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ওই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, তার মাথার ডান সাইডে একটি গুলি লেগেছে। শরীরের অন্য কোথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার বলেন, ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

খুনগুলি করে হত্যা