বাঙালির জীবনে বিশাল ভূমিকা রাখা ভাষা আন্দোলন নিয়ে নেই যথেষ্ট চলচ্চিত্র

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে ভাষা আন্দোলন-২

বাঙালির জীবনে বিশাল ভূমিকা রাখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলচ্চিত্র প্রায় নেই বললেই চলে। ১৯৭০ সালে ‘জীবন থেকে নেয়া’য় ভাষা আন্দোলন ও গণ আন্দোলনকে ফুটিয়ে তুলেছিলেন জহির রায়হান। এরপর তিনি ‘একুশে ফেব্রুয়ারি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে তৎকালীন পাকিস্তান সরকার তা বন্ধ করে দেয়।

একইরকম বাধায় থেমে যেতে হয় পরিচালক চাষী নজরুল ইসলাম এবং আমজাদ হোসেনকে।

স্বাধীনতার ৩৪ বছর পর ভাষা আন্দোলনকে প্রথম রূপালি পর্দায় নিয়ে আসেন পরিচালক শহীদুল ইসলাম। আহমদ ছফার ‘ওংকার’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয় ‘বাঙলা’।

চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা সোহেল রানাসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িতরা বলছেন, গল্পের অভাব আর উপযুক্ত বাজেট না পাওয়ার কারণে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তেমন কোনো চলচ্চিত্র হয়নি।

তবে আশার আলো হয়ে প্রথমবারের মতো পুরোপুরি ভাষা আন্দোলনের পটভূমিতে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে শুক্রবার।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরার জন্য আরো বেশি চলচ্চিত্র হওয়া উচিত।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

ভাষা আন্দোলনভাষার মাস ফেব্রুয়ারি