বাগেরহাট-৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ-৯৭, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৯, ২০ ও ২১ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২১ মে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী তালকুদার আবদুল খালেক বিপুল ভোটে জয়ী হন। এর পূর্বে গত ১১ এপ্রিল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি  বাগেরহাট-৩ আসনের এমপি হিসেবে পদত্যাগপত্র দিলে তার আসন শূন্য ঘোষণা করেছিলেন স্পিকার।

বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন মঙ্গলবার এ আসনে ভোট অনুষ্টিত হবে।