ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে বাগদা রেণু শিকার

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে বাগদা এবং গলদা রেনু পোনা নিধন। কিছু অসাধু জেলে নির্বিচারে এসব রেনু শিকারে নেমেছে। এতে বিলুপ্ত হতে চলছে দেশীয় প্রজাতির লাখ লাখ মাছ। প্রশাসনের জোরালো অভিযান না থাকায় শিকারিরা হয়ে উঠেছে বেপরোয়া।

আষাঢ় মাস জুড়ে প্রাকৃতিকভাবে ভোলার নদীগুলোতে বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনার প্রজনন হয়। এসময় রেনু শিকারে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মশারি জাল দিয়ে রেণু শিকার করছে জেলেরা।

বেশি রেনু উঠলে বেশী টাকায় রোজগার এমন আশায় বাগদা শিকারের প্রতিযোগিতা চলছে। রেণু পোনা ধরতে মশারি দিয়ে বিশেষ জাল তৈরি করে পোনা ধরা হচ্ছে। এতে লাখ লাখ দেশী পোনা প্রতিদিনই মারা যাচ্ছে।

বাগদা শিকার বন্ধে মৎস্য বিভাগের তদারকী না থাকায় এক শ্রেনীর মৎস্য ব্যবসায়ী জেলেদের বাগদা শিকারে উৎসাহিত করেছে।

বাগদা শিকার বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

বিস্তারিত দেখুন হারুন উর রশীদের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে:

ভোলা