বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার নির্দেশ

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে স্থানীয় সময় বুধবারে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্দেশের ঘোষণা দেয়া হয়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই বিবৃতিতে দেখা গেছে, প্রায় সব দেশেই মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা দেয়া হয়েছে। আর এর আওতায় সতর্কতার দিক দিয়ে দেশগুলোকে মোট চারটি ক্যাটেগরিতে বিভক্ত করা হয়েছে।

ওই নির্দেশিকায় বাংলাদেশকে ‘লেভেল-দুই’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এর অর্থ, বাংলাদেশে ভ্রমণে উচ্চতর ঝুঁকি এবং নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

জঙ্গি এবং সন্ত্রাসবাদের কারণেই বাংলাদেশের ওপর এই সতর্কতা আরোপিত হয়েছে বলেও জানানো হয়েছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলকেও ভ্রমণ সতর্কতার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ।

মার্কিন পররাষ্ট্র বিভাগ