বাংলাদেশ প্যানারোমায় সেরা ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’

রবিবার সন্ধ্যায় পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের। আর এই উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে গেল বছরের আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’।

৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭৩টি দেশের ২২৫টি ছবি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগের পাশাপাশি নতুন দুটি বিভাগ যুক্ত হয়।

রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি, নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

‘বাংলাদেশ প্যানারোমা’য় এবছর দেখানো হয় মোট আটটি ছবি। এরমধ্যে বিচারকরা ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিকে সেরা ছবি হিসেবে ঘোষণা করে ছবির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের হাতে সেরা ছবির পুরস্কার তুলে দেয়া হয়।

চলচ্চিত্রটির পরিচালনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল একাই। রেড অক্টোবরের ব্যানারে ছবিটির প্রযোজনা করেছেন আসিফ হানিফ।

ঊনপঞ্চাশ বাতাস সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক ও ফারিহা শামস সেওতি সহ প্রমুখ।

ইনামুল হকইমতিয়াজ বর্ষণইলোরা গহরঊনপঞ্চাশ বাতাসবাংলাদেশ প্যানারোমামানস বন্দোপাধ্যায়মাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনশার্লিন ফারজানাসেরা ছবি