বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: আইএমএফ

বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু খুঁজে পাননি বলে জানিয়েছেন আইএমএফ এর বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দোরা। এক সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক বছরে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রশংসা করেছেন।

তবে রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা পূরণে নতুন ভ্যাট আইন কার্যকর না করায় এ বিষয়ে তার হতাশাও আছে। এছাড়া নিজের পায়ে দাঁড়াতে বাংলাদেশের ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়ানো ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে গত মাসের শেষ সপ্তাহে ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দারা। প্রথা মেনে বিদায়ী সাক্ষাতও করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে।

বিষয়টা নিতান্ত সৌজন্য সাক্ষাৎ হলেও প্রাসঙ্গিকভাবেই সামষ্টিক অর্থনীতির নানা বিষয়ে কথা হযেছে মন্ত্রীর সঙ্গে। ৩ বছর ঢাকায় থাকাকালীন সময়ে অনেক বড় অর্জনের সাক্ষী স্টেলা, বিশেষ করে ৭ ভাগের ওপরে জিডিপি প্রবৃদ্ধি, শক্তিশালী রিজার্ভ, ব্যালেন্স অব পেমেন্টে ভারসাম্য।

বহুজাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থেকেই স্টেলা মনে করেন, মধ্য আয়ের দেশের কাতারে পৌছাতে হলে তুষ্টির সুযোগ নেই বাংলাদেশের। এজন্য বরং আরও কিছু সাহসী পদক্ষেপও নিতে হবে সরকারকে।

দায়িত্ব পালন শেষে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সদর দপ্তরে ফিরে গেছেন স্টেলা কায়েন্দারা, তবে সাথে নিয়ে গেছেন বাংলাদেশে অবস্থানকালীন সুখস্মৃতি। এছাড়া আজীবন এই দেশের মানুষের উষ্ণ আতিথেয়তা মনে রাখবেন বলেও জানান তিনি।

আইএমএফ