বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র হতে পারে: মির্জা ফখরুল

সর্বনিম্ন আয়ের মানুষ সর্বস্বান্ত হয়ে গেছে বলে মন্তব্য করে মিরপুর ঝিলপাড়া চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনাকে বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর মিরপুর ঝিলপাড়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন সন্দেহ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, আমার মনে হয় এখানে বস্তি উচ্ছেদ করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে।  ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি ও তাদের ক্ষতিপূরণের দাবি করছি।

বিএনপি মহাসচিব বলেন, একেবারে নিঃস্ব হয়ে গেলো মানুষগুলো। এমন নিদারুণ ঘটনা মেনে নেয়া যায় না। আমাদের সীমিত শক্তি ও সামর্থের মধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো।

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার আগ পর্যন্ত আগুনে হাজারের বেশি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর থেকে প্রায় সারা রাত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করতে থাকে। কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঈদে আনন্দের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝিলপারের বস্তিতে নেমে এসেছে শোক। ৬ ও ৭ নম্বর সেক্টরের মাঝামাঝিতে এই বস্তির বিশাল এলাকা জুড়ে আগুন লাগে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টা দিকে। আগুনের শিখা থেকে ছড়িয়ে পড়ে পাশের আল আরাবিয়া মসজিদেও।

চলন্তিকা বস্তিতে আগুনবিএনপি-মির্জা ফখরুল