বরিশালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশের এসআই জয়নাল আবেদিন মারা গেছেন।

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসআই জয়নাল আবেদিন রোববার দুপুরের পর শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে দেখার পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।

রোববার রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই মৃত্যু হয়েছে তার।

হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন  জানান, পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত ছিলেন কী না তা রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা সম্ভব হচ্ছে। তবে তার মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে দাফন করতে বলা হয়েছে।

মৃত জয়নাল আবেদীন (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

বরিশাল