হঠাৎ মরতে মরতে বঙ্গোপসাগরের শিপচরের সব বৃক্ষ উজাড়

বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা শিপচরের সব বৃক্ষ উজাড় হয়ে গেছে। দুই যুগ ধরে বেড়ে ওঠা বৃক্ষ ও বন বিভাগের বনায়ন, ধ্বংস হয়ে গেছে সবই। চরটি এখন ধূ ধূ বালুখণ্ড। বনায়ন প্রকল্প এগিয়ে নিতে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভোলার চরকুকরিমুকরি থেকে আরো দক্ষিণে ২০ কিলোমিটার সমুদ্রের গভীরে অবস্থান শিপচরের। মহান মুক্তিযুদ্ধের সময় এখানে একটি যুদ্ধ জাহাজ আটকে পড়ায় চরটিকে ‘শিপচর’ বলে ডাকা হয়।

চরটি এখন সমুদ্রের মাঝে বালুর একটি খণ্ড। পড়ে আছে গাছ পালার ধ্বংসাবশেষ। কিন্তু একসময় বৃক্ষরাজিতে সমৃদ্ধ ছিল এটি। ২০ থেকে ২৫ বছর আগে এখানে গাছপালা জন্মাতে শুরু করে। পরে বন বিভাগও বনায়ন করে এখানে। দুই বছর আগে মরতে শুরু করে, এখন আর কোন গাছই অবশিষ্ট নেই।

কী কারণে গাছপালা মারা গেল, তা নিয়ে পরীক্ষা নীরিক্ষা করে টেকসই হবে এমন গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য উপকূলে নতুন নতুন প্রকল্প নিচ্ছে বন বিভাগ।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বৃক্ষ