বঙ্গবন্ধু কন্যা না থাকলে অনেক শিল্পী না খেয়ে মরতো: সুজাতা

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না থাকলে অনেক শিল্পী না খেয়ে মরতো। তিনি শিল্পীদের সারথি হিসেবে সবসময় পাশে থেকেছেন।’- এমন মন্তব্যই করেছেন একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম।

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতি চত্ত্বরে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক আয়োজন সভায় সুজাতা এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা এমন এক দেশের মানুষ যে দেশে জন্মেছেন বঙ্গবন্ধুর মতো কালজয়ী নেতা। আজ সেই মহান নেতার জন্মদিন। তার হাত ধরেই চলচ্চিত্রের সূতিকাগার এফডিসি তৈরি হয়েছে।

বঙ্গবন্ধুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অভিনেত্রী আরো বলেন, যে বঙ্গবন্ধু এফডিসি তৈরি করে দিয়ে গেছেন, তারই সুযোগ্য কন্যা সোনার বাংলা নির্মাণে কাজ করে যাচ্ছেন। তিনি শিল্পীদের সবসময় পাশে রেখেছেন। অনেক শিল্পী না খেয়ে মরতো শেখ হাসিনা না থাকলে। তার কাছে যে শিল্পী গেছে উনি কাউকে ফেরাননি।

শিল্পী সমিতির উদ্যোগে শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সুজাতা ছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারা, অরুণা বিশ্বাস, ডিপজল, রুবেল, আলেকজান্ডার বোড, অপু বিশ্বাস, সিমলা, সাবিকা, জায়েদ খান, ইমন, বিপাশা কবির, আইরিন, জয় চোধুরী প্রমুখ।

জন্মবার্ষিকীতে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন করা হয়। সাথে তার জন্য দোয়ার আয়োজন হয়। পরে আতসবাজি ফোটানো হয়।

অপু বিশ্বাসঅভিনয়অভিনেতাঅরুণা বিশ্বাসআইরিনআনোয়ারাইমনএফডিসিচলচ্চিত্রজায়েদ খানডিপজলবঙ্গবন্ধুবিপাশা কবিররুবেললিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিশেখ মুজিবুর রহমানশেখ হাসিনাসিনেমাসিমলাসুজাতা