বগুড়ায় ট্রাক চাপায় হাত হারানো সুমির অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বাম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু সুমির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার ঘটনার পরপরই ৮ বছবের সুমিকে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার  সকাল ১১ টায়  জেলার শেরপুর উপজেলার শেরুয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে  দুর্ঘটনায় আহত হয় সুমি।

রোববার রাতেই তাকে জরুরি অপারেশন করেন ডাক্তার সোবহান।

সোমবার সুমির সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ ডাক্তার নির্মলেন্দু চৌধুরী।

তিনি আরও জানান ২৪ ঘণ্টা পার হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে তারা বিস্তারিত ভাবে বলতে পারবেন।

কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।