ফেসবুকে শিশুর নিলাম, ৫০০ গরুর বিনিময়ে বিয়ে!

সাউথ সুদানে ১৭ বছরের এক কন্যা শিশুকে বিয়ের জন্য ফেসবুকের মাধ্যেমে নিলামে তোলা হয়েছে।

নিলামে অংশগ্রহণকারী একজন ৫০০ গরু, তিনটি প্রাইভেটকার ও ১০ হাজার ডলারের বিনিময়ে বিয়ে করে নেয় ওই শিশুকে।

ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের নিলাম নিয়ে সমালোচনা হচ্ছে।

যদিও বিষয়টি নজরে আসার পর এ ধরনের পোস্ট ফেসবুক মুছে ফেলেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।

গত ২৫ অক্টোবর ওই শিশুর বিয়ে দেয়া হবে বলে নিলাম তুলে ফেসবুকে পোস্ট দেয় এক ব্যক্তি। এই ব্যক্তি শিশুটির পরিবারের কেউ নয়। এরপর অনেকেই নিলামে অংশ নেয়। এরমধ্যে সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারাও ছিলেন।

কিন্তু বিষয়টি ফেসবুকের নজরে আসে ৯ নভেম্বর। তারা পোস্টটি মুছে ফেলে এবং পোস্ট দাতার আইডি ডিলিট করে দেয়। ফেসবুক পোস্ট ডিলিট করে একে মানবপাচার বলে উল্লেখ করেছে। কিন্তু এর কয়েকদিন আগেই শিশুটির বিয়ে হয়ে যায়।

সাউথ সুদানে যৌতুক সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিয়ের জন্য মেয়ে বিক্রির প্রবণতা জটিল হয়ে উঠছে। অনেকেই এতে জড়িয়ে পড়ছে। টাকা ও গবাদি পশুর বিনিময়ে অনেকেই তাদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। বিনিময়ে যৌতুকের টাকা নিয়ে লাভবান হচ্ছে তারা। 

২০১৭ সাল পর্যন্ত ইউনিসেফের তথ্য অনুযায়ী, সাউথ সুদানে ৫২ শতাংশ কন্যাশিশুর বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। আর ১৫ বছর বয়সের আগে বিয়ে হয় ৯ শতাংশ কন্যাশিশুর।

ফেসবুকযৌতুকসাউথ সুদানসেমি লিড