ফলাফল উল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ দেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার ফলাফল পাল্টাতে নিজ দলের গভর্নরকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এই অঙ্গরাজ্যে জয় পান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

বার বার করা টুইটে ট্রাম্প গভর্নর ব্রিয়ান কেম্পকে রাজ্যের বিচারবিভাগের সঙ্গে একটি বিশেষ আলোচনায় বসার আহ্বান জানান।

জর্জিয়ায় সিনেট নির্বাচনের আগে এক প্রচারণা র‌্যালিতে ট্রাম্পের অংশগ্রহণের আগে এমন তথ্য সামনে এলো।

এখনও হার স্বীকারে অসম্মত ট্রাম্প বারবারই কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে আসছেন, নির্বাচনে জালিয়াতি করে জয়লাভ করেছেন বাইডেন।

এরই মধ্যে বেশ কিছু রাজ্যে আইনী চ্যালেঞ্জ করেছেন ট্রাম্প। কিন্তু সবখানেই ব্যর্থ হয়েছেন।

মার্কিন নির্বাচনে জর্জিয়া ছিল ব্যাটেলগ্রাউন্ড। ১৯৯২ সালের পরে এবারের নির্বাচনেই সেখানে ডেমোক্র্যাটরা বেশি ভোট পায়। আর তাতেই জয় নিশ্চিত হয় বাইডেনের। ।

এখন সিনেটের নিয়ন্ত্রণ পেতে সেখানে রাজনৈতিক লড়াই চলছে। আগামী জানুয়ারিতে ওই ভোটেও যদি ডেমোক্রেটরা জিতে যায় তাহলে উচ্চসভার নিয়ন্ত্রণও হারাবে রিপাবলিকানরা।

ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প শনিবার সকালে কেম্পকে ফোন করে অনুপস্থিত ব্যলট সিগনেচারগুলো পরিদর্শন করার কথা বলেন।

তবে কেম্পের এই ধরনের পরিদর্শন পরিচালনার কোনো ক্ষমতা নেই জানিয়ে সেই অনুরোধ ফিরিয়ে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন।

জর্জিয়াট্রাম্পফলাফলমার্কিন নির্বাচন