প্রেমিকাকে খুন করে নেপোলিয়ান ‘সাজলেন’ রাশিয়ার ইতিহাসবিদ

রাগের মাথায় প্রেমিকাকে খুন করে তার মরদেহকে খণ্ড-বিখণ্ড করার কথা স্বীকার করেছেন রাশিয়ার বিখ্যাত ইতিহাসবিদ ওলেগ সকোলভ। 

তার আইনজীবী জানিয়েছেন, রাশিয়ার একটি নদীতে তাকে পাওয়া যায়। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা ব্যাগ থেকে নিহত নারীর একটি খন্ডিত হাত পাওয়া যায়।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেমিকা এনাসতাসিয়া ইয়েশচেনকোর শরীরের খণ্ডিত অংশ নদীতে ডুবিয়ে দেয়ার সময় ৬৩ বছর বয়সী ওই অধ্যাপক মদ্যপ অবস্থায় ছিলেন। আটকের পর ওলেগ সকোলভের বাড়ি থেকে পুলিশ ইয়েশচেনকোর শরীরের বাকি অংশ উদ্ধার করে।

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক ওলেগ ফ্রান্সের সম্মানা ‘লেজিওন ডে অনার’ এ ভূষিত।

ওলেগের আইনজীবী বলেছেন, তার মক্কেল হত্যার কথা স্বীকার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি মামলায় সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

অধ্যাপক ওলেগ পুলিশকে বলেছেন, মেয়েটির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন তিনি। এরপর হাত এবং পা-গুলোও কেটে ফেলেন।

পুলিশ জানায়, খুনের পর ওলেগ নেপোলিয়ন বোনাপার্টের পোশাকে পরে জনসম্মুখে আত্মহত্যার পরিকল্পনা করেন। তবে তার আগে মেয়েটির মৃতদেহ লুকিয়ে ফেলতে চেয়েছিলেন তিনি।

তবে অধ্যাপক ওলেগ এর আইনজীবী জানিয়েছেন, ‘তার মক্কেল হাইপোথারমিয়া রোগের চিকিৎসা নিচ্ছিলেন।’

নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে এই অধ্যাপকের বেশ কয়েকটি বই আছে। এছাড়াও কয়েকটি চলচ্চিত্রের ইতিহাস বিষয়ক কনসালট্যান্টও ছিলেন তিনি।

এনাসতাসিয়া ইয়েশচেনকোর সঙ্গে ওলেগ যৌথভাবে বেশ কয়েকটি ইতিহাসের বইও লিখেছেন।

হত্যা