প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি করার উদ্যোগ নেয়া হবে: জাকির হোসেন

শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রাথমিকের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করাসহ প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন: শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার জন্য শিক্ষকদের জন্য প্রণয়ন করা হচ্ছে আলাদা নীতিমালা।

এ সময় সেখানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন সাংবাদিকদের বলেন: প্রাথমিকের শিক্ষকদের সন্তানকে কিন্ডারগার্টেনে ভর্তি করা যাবে না।

প্রাথমিকের শিক্ষকদের অবসরকালীন সুবিধা সহজ ও স্বল্পসময়ে নিশ্চিত করতে দুই মাসের মধ্য সার্ভিস বুক সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করতে ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান গণশিক্ষা সচিব।

প্রাথমিক শিক্ষাসেমি লিড