প্রস্তুত জয়া-রুবেলের ‘অলাতচক্র’, মার্চে মুক্তির টার্গেট

শুটিং শেষ হয়েছে গেল বছরের শুরুতেই। করোনার সময়টায় সম্পন্ন হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও! সব শেষ করে সেন্সর বোর্ডেও জমা দেয়া হয় ছবিটি। গেল ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পেয়ে যায়! এবার শুধু মুক্তির প্রতীক্ষা!

বলছি বহুল প্রতীক্ষিত বাংলাদেশের এবং বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’র কথা! যে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান।

সরকারি অনুদানে নির্মিত ‘অলাতচক্র’কে মুক্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা করলেন নির্মাতা। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে মঙ্গলবার সন্ধ্যায় নির্মাতা জানান, গেল ডিসেম্বর মাসেই সেন্সর ছাড়পত্র পেয়েছি। ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। এটা আমাদের জন্য বেশ অনুপ্রেরণার।

‘অলাতচক্র’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে গেল বছরের শুরুতেই

সিনেমা মুক্তি নিয়ে জানতে চাইলে তিনি জানান, আগামি মার্চ মাস আমাদের টার্গেট। করোনাসহ সার্বিক পরিস্থিতির উপর সব নির্ভর করছে। হয়তো মার্চে না হলেও খুব অল্প সময় এদিক সেদিক হতে পারে, তবে এরমধ্যেই আমরা সব চূড়ান্ত করবো।

নির্মাতা জানান, প্রমোশনের জন্য নিজেরা প্রস্তুত হচ্ছেন। মার্চে মুক্তির বিষয়টি চূড়ান্ত হলে ফেব্রুয়ারি থেকেই ছবিটির প্রচারণা শুরু করবেন। ধাপে ধাপে আসবে পোস্টার, টিজার ও ট্রেলার।

অলাতচক্র সিনেমার ইংরেজি পোস্টার

নন্দিত সাহিত্যিক আহমদ ছফার আলোচিত উপন্যাস ‘অলাতচক্র’। বলা হয় এটি তার আত্মজীবনীমূলক লেখা। উপন্যাসে তিনি দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

অলাতচক্রআহমদ ছফাআহমেদ রুবেলউপন্যাসজয়া আহসানথ্রিডি সিনেমাবাংলা ভাষামামুনুর রশীদমার্চ মাসমুক্তিলিড বিনোদনসাহিত্যিকসিনেমাসেন্সর বোর্ডহাবিবুর রহমান