প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান।

রাষ্ট্রপতির আদেশে মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো জানানো হয়, এই নিয়োগ অবৈতনিক এবং উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। অবিলম্বে তার নিয়োগ কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়।

তারা হলেন; রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

পরের দিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ জয়।

উপদেষ্টাপ্রধানমন্ত্রীসালমান এফ রহমানসেমি লিড