পোলানস্কির বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ

বিতর্ক যেন অস্কারজয়ী নির্মাতা রোমান পোলানস্কির পিছু ছাড়ছেই না। এবার ফ্রান্সের এক সাবেক মডেল ও অভিনেত্রী রোমান পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। গত শুক্রবার (৮ নভেম্বর) এমন অভিযোগ করেন তিনি।

ভ্যালেন্টাইন মনিয়ার নামের সেই মডেল ও অভিনেত্রী ফ্রান্সের পত্রিকা লে প্যারিসিয়েন-এ জানিয়েছেন, টিনএজে সুইস স্কি রিসোর্টে পোলানস্কি ধর্ষণ করেছিলেন তাকে। ১৯৭৫ সালে তার বয়স যখন ১৮ ছিল, তখন এই ঘটনা ঘটেছে। খুবই নৃশংস ছিল সেই ঘটনা।

ভ্যালেন্টাইন মনিয়ার বলেছেন, পোলানস্কির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কোনো সম্পর্ক ছিলনা, তাকে চিনতামও না।

পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই প্রথম নয়। ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন। সে বছরই রোমানকে লস অ্যাঞ্জেলস থেকে গ্রেপ্তারও করা হয়। প্রথমে অপরাধ স্বীকার না করলেও পরে স্বীকার করেন রোমান পোলানস্কি। তবে সাজা শুরু হওয়ার আগেই তিনি পালিয়ে চলে যান ফ্রান্সে। এই মামলায় ৪২ দিন জেলও খেটেছেন রোমান পোলানস্কি।

২০১০ সালে ব্রিটিশ অভিনেত্রী চারলোট লুইসও পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। এছাড়াও ২০১৭ সালের আগস্টে মিটু মুভমেন্ট-এর সময় রবিন নামের এক নারী পোলানস্কির বিরুদ্ধে একই অভিযোগ তুলেন। একই বছরের সেপ্টেম্বরে সাবেক অভিনেত্রী রেনেট ল্যাঙ্গার পোলানস্কির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন।

‘নাইফ ইন দ্য ওয়াটার’, ‘রোজমেরিস বেবি’, ‘চায়নাটাউন’, ‘দ্য পিয়ানিস্ট’-এর মতো চলচ্চিত্রের জন্য পোলানস্কি বিখ্যাত। ছয়বার অস্কার মনোনয়ন পাওয়া পোলানস্কি ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য একাডেমী পুরস্কারও জিতেছেন।

দ্য পিয়ানিস্টধর্ষণফ্রান্সমিটুরোমান পোলানস্কি