আবারও পেছানোর শঙ্কায় এল ক্ল্যাসিকো

এক দফা পিছিয়ে ১৮ ডিসেম্বর হওয়ার কথা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। কাতালান স্বাধীনতাকামীদের আন্দোলনের হুমকিতে আবারও পেছানোর শঙ্কা তৈরি হয়েছে সেই ফুটবল মহারণ।

সুনামি ডেমোক্রেটিক নামে একদল কাতালান স্বাধীনতাকামী ঘোষণা দিয়েছে, ম্যাচের দিন বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প ঘেরাও করে রাখবে অন্তত ২০ হাজার জনগণ। এখন পর্যন্ত ১৮ হাজার কাতালোনিয়ান জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ায় শঙ্কার ভিত্তি হয়েছে জোরাল। ম্যাচের এখনো সাত দিন বাকি থাকার পরও খেলোয়াড় কিংবা দর্শকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসছে বারবার।

আন্দোলনকারীদের জন্যই প্রথম দফায় পেছানো হয়েছিল এল ক্ল্যাসিকোর তারিখ। স্বাধীনতাকামী নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণায় উত্তপ্ত হয়েছিল পুরো কাতালোনিয়া। এল ক্ল্যাসিকোর সূচি পেছানোয় ভাবা হচ্ছিল স্তিমিত হয়ে এসেছে আন্দোলন। কিন্তু সুনামি ডেমোক্রেটদের ঘোষণায় পরিষ্কার হয়েছে এত দ্রুত পিছু হটছে না তারা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘোষণা ছিল এমন, ‘দেখা হচ্ছে ১৮ ডিসেম্বর।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামি ডেমোক্রেটদের এ ঘোষণার দিনে ছিল ন্যু ক্যাম্পে রিয়াল মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার খেলা। সেই ম্যাচের আগে মাঠে ড্রোন উড়তে দেখায় নিরাপত্তার বিষয়টি শঙ্কায় জড়িয়েছে আবারও।

যদিও আন্দোলনকারীদের এই ডাকে মাঠের খেলায় কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ, ‘আমি চিন্তিত নই। আমার মনে হয় শান্তিপূর্ণভাবেই আন্দোলন হবে। তাতে ম্যাচে বাধা পড়বে না।’

‘যখন কোনো ম্যাচ হয় তখন মাঠের নিরাপত্তার ভার থাকে সম্পূর্ণ ক্লাবের উপর। দর্শকরা মাঠে যা ইচ্ছা বলতে পারে। তাতে কোনো বাঁধা নেই।’

এল ক্ল্যাসিকো ২০১৯-২০ন্যু-ক্যাম্পবার্সারিয়াললিড স্পোর্টস