পেঁয়াজের দাম নিয়ে তুঘলকি কাণ্ড

প্রায় আড়াইশ’ টাকার কাছাকাছি পৌঁছে গেছে কেজি প্রতি পেঁয়াজের দাম। রাজধানীর বেশিরভাগ বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। তবে খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার করার পর থেকেই বেড়ে চলেছে পেঁয়াজের দাম। গত কয়েক সপ্তাহের অস্বাভাবিক দর বৃদ্ধিতে হতবাক সাধারণ মানুষ। কেজিতে ৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম এখন প্রায় আড়াইশ’র কাছাকাছি।

বাজার ঘুরে দেখা গেছে, পাইকারী বাজারে পেঁয়াজ কেজি প্রতি ২২০-২২৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে দাম উঠেছে ২৪০ টাকা পর্যন্ত। পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে প্রায় ১২০০ টাকায়। বিক্রেতারা দুষছেন পেঁয়াজের স্বল্প সরবরাহকে।

পেঁয়াজের এমন দাম বাড়ায় জনগনও নিরুপায়-হতবিহ্বল! বাজারে বেশি দামে পেয়াজ বিক্রি বন্ধ করতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণসহ সংশ্লিষ্টরা। তবে বাজার তদারকি হলেও পেঁয়াজের দাম কবে নাগাদ কমবে তা নিয়ে আতংকে সাধারণ মানুষ।

পেঁয়াজপেঁয়াজের দাম