পুড়ে যাওয়া বস্তিতেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাদেরের আশ্বাস

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিঃস্ব হয়েছেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।

সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘এই স্থানে ঘরবাড়ি নির্মাণ পর্যন্ত আমাদের দল, আমাদের সরকার; আমাদের সংসদ সদস্য আপনাদের পাশে থাকবে। যতদিন পর্যন্ত আপনাদের সাহায্য দরকার আমরা করবো।’

এ সময় উপস্থিত বস্তিবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনাদের আস্থা আছে শেখ হাসিনার ওপর, আস্থা আছে; আপনাদের পাশে শেখ হাসিনা আছেন? এটা আপনারা বিশ্বাস করেন। ইলিয়াস মোল্লা আপনাদের আপন মানুষ, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকে; এটা কি আপনারা বিশ্বাস করেন?

‘‘এই যে মানুষ যারা আজ সহায়-সম্বলহীন সব কিছু হারিয়েছে, তারা আজ কথা শুনতে চায় না; ভাষণ শুনতে চায় না। তারা আজ সহায়তা চায়। তারা আজ পুনর্বাসন চায়। তারা আজ মানুষের মত বাঁচতে চায় এবং আমরা সেই ব্যবস্থাই ইনশাল্লাহ করবো। মির্জা ফখরুল ইসলাম সাহেব এখানে এসে বিষোদগার করে গেছেন। তিনি কি দিয়ে গেছেন? কি সাহায্য করে গেছেন? শুধু বক্তৃতা করে গেছেন!’’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে হাজারের বেশি ঘর পুড়ে যায়। আগুন লাগার পর থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় চারজন আহত হলেও কোনো প্রাণহানী হয়নি। আগুন লাগার কারণ তদন্তে এরই মধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ওই কমিটিকে যতটা দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওবায়দুল কাদেরচলন্তিকা বস্তিতে আগুন