পি চিদাম্বরমের ৫ দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই

আদালতে অসহযোগিতার অভিযোগ এনে ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাঁচ দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই। বৃহস্পতিবার আদালতে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই এ আবেদন করে।

এনডিটিভি জানায়, বুধবার দিনভর নাটকের পর রাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-সিবিআই তাকে গ্রেপ্তার করে। আইএনএক্স মিডিয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাতে সিবিআই’র কেন্দ্রীয় অফিসেই ছিলেন চিদাম্বরম। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম এবং ছেলে কার্তি চিদাম্বরম আইনজীবীসহ উপস্থিত হন।

কার্তি চিদাম্বরম বলেন, আমার বাবাকে গ্রেপ্তার করার অর্থ সরকারের সবচেয়ে কঠোর সমালোচনাকারীর মুখ বন্ধ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমার বিরুদ্ধেও ২০ বার সমন জারি করা হয়েছে, চার বার তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তারা এখনও কোন মামলা করেনি। বাবার গ্রেপ্তারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ সমাবেশে আমি যোগ দিবো।

অন্যদিকে চিদাম্বরম তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। আইএনএক্স মিডিয়া মামলা মূলত রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন তিনি।

পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি। বিনিময়ে তার ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বড় অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।

২০১৭ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একটি এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে। আইএনএক্স এর সহ-প্রতিষ্ঠাতা পিটার এবং ইন্দ্রাণী মুখার্জীর বক্তব্যের ভিত্তিতেই চিদাম্বরম এবং পুত্র কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে মামলাটি সাজানো হয়। বর্তমানে মেয়ে শীনা বোরাকে হত্যার অভিযোগে জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জী।

পি চিদাম্বরমসিবিআই