পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাজার হেক্টর জমির বোরো ধান

সুনামগঞ্জে অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। আরো বেশ কিছু ফসল রক্ষা বাঁধ রয়েছে হুমকির মুখে।

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে উঠতি বোরো ধান। পাহাড়ি ঢলে ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার তাল, গুরমা, ডুবাইল, গুরমার হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, দিরাই উপজেলার বরাম হাওর, সদর উপজেলার দেখার ও কানলার হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ায় এসব এলাকার বোরো ফসল রক্ষা করা যায়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এ পর্যন্ত তলিয়ে গেছে প্রায় ১০ হাজার হেক্টর জমির বোরো ধান। হুমকিতে রয়েছে অন্যান্য ফসল রক্ষা বাঁধগুলি।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, এ বছর জেলায় ৪২টি হাওরে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৭৬টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

আরও দেখুন সুনামগঞ্জ প্রতিনিধি এ কে এম মহিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে:

কৃষিফসল রক্ষা বাঁধসুনামগঞ্জ