পাসওয়ার্ড মনে রাখা ছাড়াই ইমেইল ব্যবহার

সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইট, ব্যাংকিং এবং ইমেইলসহ প্রতিটি অনলাইন একাউন্টের স্বতন্ত্র একটি করে পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর ব্যাপার। ইমেইল সেবা গ্রহণে সহজে লগ ইন করার জন্য ইয়াহু প্রচলিত পাসওয়ার্ডের প্রয়োজনীয়তার অবসান ঘটিয়েছে।

কোম্পানিটি একটি নতুন চাহিদামাফিক লগ-ইন ফিচারের সাথে আমাদের পরিচিত করিয়েছেন যেটা ব্যবহারকারীদের প্রবেশাধিকার পেতে তাদের মোবাইলে একটি বিশেষায়িত কোড পাঠাবে। কোডটি শুধু নির্দিষ্ট একাউন্টটির জন্যই তৈরি করা হবে।

যদিও প্রতিবারই লগইনের ক্ষেত্রে কোডটি পরিবর্তিত হয় তবুও পদ্ধতিটি নিরাপদ। ব্যবহারকারির স্মার্টফোন নিজের হাতে নেয়া ছাড়া হ্যাকারদের পক্ষে কোডটি জানা সম্ভব নয়।