পার্বতীপুরে শুরু তারকাবহুল ‘দামাল’ এর শুটিং

বুধবার থেকে শুরু হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নতুন ছবি ‘দামাল’-এর শুটিং। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে রায়হান রাফী পরিচালিত তারকাবহুল এ ছবির শুটিং শুরু হয়েছে সৈয়দপুরের পার্বতীপুর এলাকায়।

প্রথমদিনে শুটিংয়ে অংশ নিয়েছেন বিদ্যা সিহনা মীম ও শরিফুল রাজ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের আরেক অভিনেতা সিয়াম যোগ দেবেন ডিসেম্বরে।

‘দামাল’ এর গল্প নিয়ে পরিচালক রায়হান রাফী প্রায় একবছর ধরে কাজ করছেন। তিনি প্রায় ছয়মাস ধরে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন। সঙ্গে ছিলেন নাজিম উদ দৌলা। রাফী বলেন, প্রায় ৪ শতাধিক মানুষের ইউনিট নিয়ে ‘দামাল’ এর কাজ শুরু করেছি। যেখানে মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে। দেখা যাবে, দেশ স্বাধীন হয়নি অথচ ফুটবল টিম গঠন হয়েছে। তারা ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন। যেটি ইতিহাসের অংশ।

পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই বলে জানালেন রায়হান রাফী। তিনি বলেন, সেই সময়কার ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। যোগ করে বলেন, ছবিটি ব্যয়বহুল। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। পোস্ট প্রোডাকশনে প্রচুর সময় দিতে হবে। তারপরেই মিলবে মুক্তি।

‘দামাল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ অপু, সুমিত সেন গুপ্ত,  সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

ছবির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন জানান, মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করতে যাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এই পথচলায় দামাল ছবিটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে আমি আশা করি।

অথৈদামালনাজমুস সাকিবপূজাবৃষ্টিমীমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসাঈদ বাবুসিয়াম