পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নির্বাচন পরবর্তী সহিংসতা

আখতারুজ্জামান আখতার, পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলার একটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী শামীম হোসেনকে (৪০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের মো: নুর আলীর ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রাতে শামীম নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে গল্প করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা এবং হেমায়েতপুর ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু দাবি করেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করেন শামীম।

এরআগে থেকেই মধুর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের (নিলু চেয়ারম্যান) মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে নীলু চেয়ারম্যান তার ছেলে ও সহযোগীদের সঙ্গে নিয়ে শামীমকে গুলি করে হত্যা করেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান ঘটনার সত্যতা রস্বীকার করে জানান, ঘাতকদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।

দুইদিন আগে হওয়া হেমায়েতপুর ইউনিয়নের নির্বাচনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগআওয়ামী লীগ নেতাগুলি করে হত্যানির্বাচনী সহিসংতাপাবনা