পাথরের চোখ নিয়ে এইচএসসিতে সুলতানার ভাল ফল

পাথরের চোখ লাগানো হবিগঞ্জের সুলতানা এবার এইচএসসি পরীক্ষায় ভাল ফল করেছে। তবে নিয়মিত চিকিৎসা করাতে আর কলেজের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে অন্যের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে তার বাবাকে। আর্থিক টানাটানির মধ্যেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় সে।

স্কুলে ভর্তির পর থেকেই দু’চোখে সমস্যা ধরা পড়ে হবিগঞ্জের সুলতানার। তবে আর্থিক টানাটানির সংসারে ভালো চিকিৎসা করাতে পারেনি সে।

তৃতীয় শ্রেণীতে ওঠার পর পুরোপুরি অন্ধ হয়ে যায় ডান চোখ। আর ৯০ শতাংশ নষ্ট হয় বাম চোখটি। একটি চোখে ১০ শতাংশ আলো নিয়েই কোনো রকমে এসএসসি পাস করে সুলতানা।

চ্যানেল আই-তে ২০১৫ সালে সুলতানার সাফল্যগাঁথা প্রচারের পর সহায়তায় এগিয়ে আসেন অনেকে। স্থানীয় বেসরকারি একটি কলেজে বিনা-বেতনে লেখাপড়ার সুযোগ পায় সুলতানা। সুলতানার ডান চোখটি এখন পাথরের। আর বাম চোখটিও এখন ভালো।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

পাথরের চোখসুলতানাহবিগঞ্জ