পাকিস্তানে কাউকে পাঠাবে না আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আইসিসি তাদের কোনো প্রতিনিধি পাকিস্তানে পাঠাবে না বলে জানিয়েছে সংস্থাটি। রোববার আইসিসির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই পাকিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দেয় আইসিসি।

নিরাপত্তা বিষয়ে তদন্ত রিপোর্ট এবং গত এপ্রিলের আইসিসি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত যেকোনো সিরিজ বা ঘরোয়া লিগ পরিচালনা করবেন আইসিসির স্থানীয় প্রতিনিধিরা। আম্পায়ার ও ম্যাচ রেফারিও হবেন পাকিস্তানের।

আইসিসির এই সিদ্ধান্তের পর জিম্বাবুয়ে সিরিজের জন্য দ্রুতই আম্পায়ার ও ম্যাচ রেফারির নাম ঘোষণা করবে পিসিবি।

এর আগে সহিংস ঘটনার জের ধরে নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তান সফর স্থগিত করেছিলো জিম্বাবুয়ে বোর্ড। তবে নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা পাওয়ায় পর জিম্বাবুয়ে ক্রিকেট দল ফের পাকিস্তান সফর নিশ্চিত করে।

আগামী ২২ থেকে ৩১ মে পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের।

আইসিসিপাকিস্তান-জিম্বাবুয়ে