পাকিস্তানেও এভাবে খেলতে চায় বাংলাদেশ

পাকিস্তান সফরের অভিজ্ঞতা সুখকর হয়নি। টি-টুয়েন্টি সিরিজের পর একটি টেস্ট হেরে আসা দল ঘরের মাঠে জিম্বাবুয়েকে পেয়ে ফিরিয়েছে হারানো আত্মবিশ্বাস। তিন সংস্করণেই বাংলাদেশ খেলেছে দুর্দান্ত। কোনোরকম পাত্তাই দেয়নি প্রতিপক্ষকে।

হোম সিরিজের আত্মবিশ্বাস পাকিস্তানে টেনে নিতে চায় টিম টাইগার্স। এপ্রিলে করাচির মাঠে একটি ওয়ানডে ও সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচে সেটার প্রতিফলন দেখাতে প্রত্যয়ী দল। এখন জিম্বাবুয়ের বিপক্ষে খেললেও বাংলাদেশের চোখ সামনে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি দিয়ে শেষ হচ্ছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর। শেষটাও জয়ে রাঙানোর ছক আঁকছে টাইগাররা। গত রাতে প্রথম টি-টুয়েন্টি খেলায় দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন রাখেনি কোনো দলই। ঐচ্ছিক অনুশীলনও করেননি কেউ। টিম হোটেলে খেলোয়াড়রা কাটিয়েছেন সময়। সেখানে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমকে জানান দলীয় ভাবনার কথা।

‘টি-টুয়েন্টি সিরিজে ড্রেসিংরুমে আসার পর থেকে এটাই শুনছি, সিনিয়র খেলোয়াড়রা আলোচনা করছিল যে এখন থেকে যে সিরিজগুলো হবে আমরা এভাবে ডোমিনেট করে খেলার চেষ্টা করবো। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই পজিটিভ কথাবার্তা বলছিল ড্রেসিংরুমে। খুব সাহসী মানসিকতা নিয়ে উদ্যমী হয়ে ক্রিকেট খেললে সামনের যে সিরিজগুলো আছে, এখন যেটা খেলছি সবগুলো হয়তোবা ভালো হবে।’

‘এই সিরিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা পাকিস্তানে কাজে লাগবে, যেহেতু ওখানে একটা ওয়ানডে ও টেস্ট আছে। আশা করি আত্মবিশ্বাস কাজে দিবে।’

‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টুয়েন্টি খুব আধিপত্য দেখিয়ে জিতেছি, কোনো পাত্তাই দিইনি, সেক্ষেত্রে পরের ম্যাচটি ওভাবেই খেলবো।’

‘অতি আত্মবিশ্বাসী কারও মধ্যেই দেখা যাচ্ছে না। গোল বলের খেলা, ইতিবাচক ব্যাপার হল ব্যাটসম্যানরা যেই খেলছে, রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন, হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছে না। তারাও চাচ্ছে রান করার জন্য।’

‘আমরা প্রতিপক্ষকে মোটেও ছোট করে দেখছি না। গোল বলের খেলা, আর জিম্বাবুয়ে হোক বা যেকেউই, টি-টুয়েন্টি ক্রিকেটে যেকোনো সময় মোমেন্টাম বদল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শেষ খেলাটায় আমাদের আরও বেশি সতর্ক ও মনযোগী হয়ে খেলা উচিত। আশা করি সেটাই করবো।’

বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস