পাঁচ বছর পর শাকিবের ছবিতে ন্যানসির গান, সমরজিতের অভিষেক

ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন ছবি ‘অন্তরাত্মা’। যে ছবিতে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির গান।

এর মাধ্যমে পাঁচ বছর পর আবারও দেশ সেরা এ নায়কের ছবিতে পাওয়া যাবে এই কণ্ঠশিল্পীর গান। ন্যানসির সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিলেন সমরজিৎ রায়।

রবিবার রাজধানীর একটি স্টুডিওতে ন্যানসি-সমরজিতের গাওয়া ‘রাখি যত্নে সারাদিন’ শিরোনামে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এসময় ন্যানসি-সমরজিত ছাড়াও ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন উপস্থিত ছিলেন।

শাকিবের ‘এই তো প্রেম’ ছবিতে ন্যানসির ‘আমি তোমার মনের ভিতর’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সর্বশেষ তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘বসগিরি’ ছবিতে। ওই গানটিও প্রশংসা পায়। ‘অন্তরাত্মা’র মাধ্যমে ফের শাকিব খানের নতুন ছবিতে গাইলেন ন্যানসি।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, মিষ্টি রোমান্টিক ধাঁচের গান ‘রাখি যত্নে সারাদিন’।

ন্যানসি বলেন, বিয়ের পর দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন ঘটনায় সাজানো গানটি। গানটি করে খুব ভালো লেগেছে।

এ গানের মাধ্যমে প্রথমবার ঢাকাই ছবিতে প্লেব্যাক করলেন সমরজিৎ রায়। সঙ্গে ন্যানসির সঙ্গেও প্রথম গাইলেন তিনি। জানালেন, এর আগে ভারতের মৈথলী ভাষার একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।

সমরজিৎ বলেন, এটিই আমার গাওয়া প্রথম বাংলাদেশী প্লেব্যাক। অপেক্ষায় ছিলাম খুব ভালো একটি গানের মধ্যে দিয়েই যেন বাংলাদেশের চলচ্চিত্রের গান শুরু করতে পারি। ‘অন্তরাত্মা’র প্রযোজক ড. সোহানী হোসেন আপার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কারণ উনি আমাকে চমৎকার একটি গান করার সুযোগ দিয়েছেন। আশা করছি গানটি সবার ভালোই লাগবে।

‘রাখি যত্নে সারাদিন’ গানটির কথা লিখেছেন ঋতম সেন। সুর সংগীত করেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। যিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক।

‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘সত্তা’র প্রযোজক সোহানী হোসেন। এর গল্পও লিখেছেন সোহানী হোসেন, চিত্রনাট্য ফেরারী ফরহাদ। ছবিতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।

গেল ঈদে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থির কারণে মুক্তি পায়নি। বর্তমানে ভারতে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। প্রযোজক সোহানী হোসেনের প্রত্যাশা, অন্তরাত্মাও শাকিবের ক্যারিয়ারে আরেক মাইলফলক ছবি হতে পারে।

অন্তরাত্মাওয়াজেদ আলী সুমনকলকাতাদর্শনা বণিকন্যানসিলিড বিনোদনশাকিবশাকিব খানসত্তাসমরজিৎসিনেমাসোহানী হোসেন