পর্তুগালে কৃষির রপ্তানি বাণিজ্যে ভূমিকা রাখছে হুবেল

পর্তুগালে কৃষির রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হুবেল নামের কৃষি-কোম্পানি। স্ট্রবেরি ও রাশবেরিসহ লাল রঙের বিভিন্ন ফল উৎপাদনের জন্য বিখ্যাত ওই কোম্পানি হাইড্রোপনিক ও ভার্টিকাল কৃষি এবং উন্নত প্রক্রিয়াজাতকরণে রয়েছে শীর্ষস্থানে।

৩৬ বছরের কোম্পানি হুবেল পথচলার দশ বছরের মাথায় ১৯৯২ সালে শুরু করে মাটিবিহীন চাষাবাদ। হাইড্রোপনিক পদ্ধতি, উর্ধ্বমুখি সম্প্রসারণ আর বিষমুক্ত চাষ ব্যবস্থার কারণে অল্পদিনেই তারা সফলতা আনে রপ্তানি বাণিজ্যে।

পরিকল্পিত উৎপাদন কার্যক্রমের কেন্দ্রে রয়েছে নিয়মিত সার-পানি সঞ্চালন ব্যবস্থা। উৎপাদনের পাশাপাশি হুবেল এর বিশেষত্ব রয়েছে প্রক্রিয়াজাতকরণে।

সাফল্যজনক এই তৎপরতা দেখে ইতোমধ্যে গড়ে উঠেছে বেশ কিছু কৃষি কোম্পানি। যারা সামগ্রিকভাবে সমৃদ্ধ করে চলেছে পর্তুগালের কৃষি অর্থনীতি।

কৃষি